দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধান অতিথিসহ উপস্থিত সকল শিক্ষক/শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ হাত উচিয়ে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্যে বলা হয় জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবো। শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতুহলবশত মাদক গ্রহণ করবো না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হবো না। অন্যকে জড়াতে সহায়তা করবো না। মাদকের বিরুদ্ধে সামাজিত আন্দোলন গড়ে তুলবো। দেশকে ভালোবাসবো এবং মাদকমুক্ত দেশ গড়তে সবসময় সচেষ্ট থাকবো। আমিন। এ উপলক্ষে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এ সেøাগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) নাজমুল হুদা, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য হাজি সহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় মাদকবিরোধী এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে শেষ হয়।