চুয়াডাঙ্গার হিজলগাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে কর্মপরিকল্পনা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। উপিস্থত ছিলেন আলী কদর মেম্বার, শিক্ষক শানজিদা আফরিন, আব্দুল জলিল, আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। আগামী ১৫ ও ১৬ জানুয়ারি হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার ৫০টি ইভেন্টসে অংশগ্রহণ করবে। আলোচনা শেষে শিক্ষকদের পক্ষ থেকে প্রধান অতিথি আলী হোসেন চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।