আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর গ্রামের মৃত ভোলাই শেখে স্ত্রী আনোয়ারা খাতু ওরফে ভুলি (৮০) দীর্ঘদিন মনোয়ারের পাড়ে মেয়ের একটুরা জমিতে একটি ভাঙ্গা টিনের ঘরে একাই বসবাস করে আসছিলেন। একটু দুরেই তার ছেলে আজিজুল বসবাস করেন। আনোয়ারা নিয়মিত তার ছেলের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসে। গত ১ জানুয়ারী বুধবার ছেলে বাসা থেকে খেয়ে আসার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুরে পুকুর থেকে পচাগন্ধ পেয়ে প্রতিবেশিরা গিয়ে দেখতে পায় লাশ পড়ে আছে। পরে আলমডাঙ্গা থানা পুলিশকে সংবাদ দিলে আলমডাঙ্গা থানার এসআই আশিক ও এসআই নাঈম লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে বৃদ্ধার মৃত্যূ হয়েছে সেবিষয়ে বিস্তারিত জানা যায়নি।