মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী মিনারুল ইসলামকে আটক করেছে। সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিনারুল ইসলাম। গতকাল রোববার বিকেলে দারিয়াপুর উত্তরপাড়া কবরস্থানের কাছ থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জসিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়ায় অভিযান চালায়। এ উত্তরপাড়া কবরস্থানের কাছ থেকে মিনারুলকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
