মাথাভাঙ্গা মনিটর: লা লিগার লিগে প্রথম মাঠে নেমে জয় দিয়ে বছর শুরু করলো রিয়াল মাদ্রিদ। আর রোমাঞ্চকর লড়াইয়ের পর ম্যাচ ড্র করে বছর শুরু করতে হয়েছে বার্সেলোনাকে। এতে টানা তিন ম্যাচে ড্র নিয়ে গেতাফের মাঠে জয় পেয়েছে রিয়াল। তবে এস্পানিওল এর বিপক্ষে ড্র নিয়েও বার্সা ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
গত শনিবার রাতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নেমে ৩-০ গোলে জিতেছে রিয়াল। অপর দিকে রাত ২টায় মাঠে নেমে ২-২ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ক্লাবটি।
লিগে টানা তিন ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেও খেলার শুরুতে কিছিুটা ছন্দপতন ছিলো মাদ্রিদের। তবে পুরো সময় গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে অবশ্য জাল অক্ষত রাখে রিয়াল। ম্যাচের দুই অর্ধে দুই গোল করেন ফরাসি ডিফেন্ডার। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেছেন লুকা মডরিচ। অবশেষে গেটাফেকে গুঁড়িয়ে ড্রয়ের বৃত্ত ভেঙেছেন জিদানের শিষ্যরা। এদিকে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে বার্সেলোনা। এস্পানিয়লের মাঠে প্রথমার্ধে তেমন সুবিধা করে উঠতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও ২-২ নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। এতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। খেলার ৭৫ মিনিটে এসে লাল কার্ডে ফ্রেংকি ডি ইয়ং মাঠ ছাড়ায় ১০জন নিয়ে শেষ ১৫ মিনিট মাঠে ছিলেন বার্সেলোনা।
সমান ১৯ ম্যাচ খেলে দুদলের অর্জন সমান ৪০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার এক নম্বর স্থানটি দখলে রেখেছে বার্সেলোনা। রাত নয়টায় খেলতে নেমে ৩-০ গোলে জয় নিয়ে রাত ২টায় র্বাসার ড্র’র আগ পর্যন্ত শীর্ষেই ছিলো রিয়াল মাদ্রিদ। তবে এ কয়েক ঘণ্টার জন্য শীর্ষে উঠলেও আবার দুইয়ে নেমে যেতে হয়েছে রিয়ালের।