দামুড়হুদায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়াটার ফাইনাল সম্পন্ন

হরিণাকু-ুকে ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনালে সবুজদল
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা সবুজদল বনাম ঝিনাইদহের হরিণাকু-ু জিটিক্লাবের মধ্যে টুর্নামেন্টের ২য় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে হরিণাকু-ু জিটি ক্লাবকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় দামুড়হুদা সবুজদল। দামুড়হুদা সবুজদলের হয়ে ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত ৩ গোল করে হ্যাট্রিক করেন। এছাড়া ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল ১টি, ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় শামিম ১টি এবং ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় তাইবু ১টি গোল করেন। রেফারি ছিলেন একরামুল হক নিপুন। সহকারী ছিলেন শহিদ আজম সদু ও নুরুল। মাঠে উপস্থিত থেকে খেলা পরিচালনা কাজে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আবুল হাশেম মেম্বার, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাবেক কৃতি ফুটবলার হ্যাজি, আশাদুল হক, ক্রীড়া সংগঠক সন্টু, এনামুল, জাহিদ প্রমুখ।