দামুড়হুদায় ফুটবল বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ

দামুড়হুদা ব্যুরো: যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের মাঠমুখি করতে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ এ ফুটবল বিতরণ করেন। দামুড়হুদা দশমীপাড়ার কৃতিসন্তান দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল কবির ইউসুফ জানান, এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। উঠতি বয়সী ছেলেরা বুঝে না বুঝে বন্ধুদের পাল্লায় পড়ে নেশার জগতে চলে যাচ্ছে। সেবন করছে মরণনেশা ইয়াবা-ফেনসিডিল। তাদেরকে নেশার জগত থেকে ফেরাতে একমাত্র পথই হচ্ছে খেলাধুলা। তাদেরকে মাঠমুখি করতে কয়েকটি ক্লাবে ফুটবল দেয়া হলো। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ক্লাবে ফুটবল দেয়া হবে। সকলের অব্যাহত প্রচেষ্টায় দামুড়হুদাকে মাদকমুক্ত করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আবুল হাশেম মেম্বার, শহিদ আজম সদু, সাবেক কৃতি ফুটবলার আশাদুল হক, ক্রীড়া সংগঠক সন্টু, আমিরুল, জাহিদ প্রমুখ।