ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিজ নির্মাণে ধীর গতি : জনদুর্ভোগ চরমে

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা কালভার্ট নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। প্রায়ই ব্রিজের দুই পাশে আট থেকে দশ কিলোমিটার যানজট লেগেই থাকে। এতে পথচারী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।
জানা যায়, প্রায় ৬ মাস আগে জনগুরুত্বপূর্ণ কালভার্টটির মাঝের অংশ দেবে যায়। পরে কালভার্টের উপরেই এক সাইডে স্টিলের বেইলি ব্রিজ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। পরে পুরোনো ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেয় সড়ক বিভাগ।
ঝিনাইদহ সড়ক বিভাগের অধীনে ৮৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ করছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মুজাহার এন্টারপ্রাইজ। তিন মাসের মধ্যে কালভার্ট নির্মাণ কাজ শেষ করার রয়েছে। তবে এক মাসে এখনো সম্পন্ন হয়নি এক সাইডের ভাঙার কাজ। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে যেমন চরম শঙ্কা দেখা দিয়েছে তেমনি জনদুর্ভোগ আরও বাড়ার শঙ্কা।
চালকরা জানান, রাতে ট্রাক নিয়ে যেতে খুব সমস্যা হয়। দীর্ঘ সময় যানজটে দাঁড়িয়ে থাকতে হয়। সমস্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। সরকারের উচিত উচ্চ মহল থেকে সঠিক নজরদারি করা, কাজে গাফিলতি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া।
ঠিকাদার রেজাউল ইসলাম জানান, ২৭ জন শ্রমিক নিয়ে কাজ চলছে। কালভার্টের আগের পিলার ভাঙতে সময় লেগে যাচ্ছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ নিয়ে তিনিও শঙ্কা প্রকাশ করেছেন।
ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার জন্য জনবল আরও বাড়ানো হবে। মনে হচ্ছে না কাজে ধরিগতি, তবে ঠিকাদারের গাফিলতি আছে কি না তা তদন্ত করে দেখা হবে।