দামুড়হুদা ব্যুরো: ২০২০ নতুন বছরের শুরু থেকেই মুজিববর্ষ কাউন ডাউন শুরু হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নতমানের সোয়েটার ও বিস্কুট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ থেকে ১০ টা পর্যন্ত দামুড়হুদা দারুস সুন্নাহ মাদরাসা ও লিল্লাহ বোডিং, লুৎফুননেছা মাদরাসা ও এতিমখানা এবং উজিরপুর কাশেমুল উলুম কওমী মাদরাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীদের হাতে এক প্যাকেট করে হরলিক্স বিস্কুট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দ শিশুদের মাঝে খাবার ও পোষাক বিতরণ করা হয়েছে। মোট ৬০টি সোয়েটার ও ৩শ’ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার। এদিকে রাতের আধারে বাড়ি বাড়িতে গিয়ে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণের পর এবার এতিম শিশুদের মাঝে পোষাক ও বিস্কুট বিতরণ করায় এলাকার সচেতন মহলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানানো হয়েছে।