দর্শনায় প্রতিবন্ধি স্কুলে বই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: ‘প্রতিবন্ধিরা আর বোঝা নয়’ সেøাগানকে সামনে নিয়ে দর্শনা পৌরসভায় বিশেষ প্রতিবন্ধি বিদ্যালয়ে বই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তালেব। পলাশ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুর নবী সুমন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিল্টন, সাংবাদিক হানিফ ম-ল। আলোচনা শেষে প্রতিবন্ধিদের নাচ, গান, অভিনয়, উপস্থিত বক্তৃতা উপস্থিতিদের নজর কাড়ে। সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান।