চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদে মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০-এর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. মজিবুল হক চৌধুরী মিন্টু ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. এমএম মনোয়ার হোসেন মনোনয়নপত্র গ্রহণ করেন।
নির্বাচনে ১৫টি পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে অ্যাড. সেলিম উদ্দিন খান, কার্যকরী সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা, কার্যকরী সম্পাদক অ্যাড. মইনুদ্দিন মইনুল, সহ-সভাপতি জুলফিকার আলী মুকুল, যুগ্মসম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য পদে অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. মনিবুল হাসান পলাশ, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, আইটিপি আব্দুল বারী ও আইটিপি আজিজুর রহমান রবি মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন পরিচালনা কমিটির অপর সদস্য হলেন অ্যাড. মফিজুর রহমান।
গত ১৯ ডিসেম্বর নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক মজিবুল হক চৌধুরী নির্বাচনী তফশিল-২০২০ ঘোষণা করেন। আগামী ৫ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ জানুয়ারি ভোট গ্রহণের দিন রয়েছে।