স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক দুটি অভিযানে গাজা, ইয়াবা ও প্যাথিডিন ইনজেকশনসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল পৃথক সময় সদর উপজেলার ভিন্ন দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই মুহিতুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামে অভিযান চালান। এ সময় একই এলাকার মৃত গফুর ম-লের ছেলে আব্দুল লতিফকে (৩৭) আটক করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ’ গ্রাম গাঁজা। এদিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের টিএসআই ওহিদুল ইসলাম (বিপিএম), এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বেলা ৩ টার দিকে শহরতলি দৌলতদিয়াড়ে অভিযান চালান। এ সময় মাথাভাঙ্গা সেতুর নিচ থেকে আটক করা হয় দৌলতদিয়াড় চুনুরীপাড়ার মৃত রমজানের ছেলে মিন্টু (৪০), দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার কাউছার আলীর ছেলে মশিউর রহমান (৩৮) ও বড় বাজারপাড়ার আনসার আলীর ছেলে লিয়নকে (৩২)। তিনজজনের দেহতল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ও ১২ পিস প্যাথিডিন ইনজেকশন। গতকালই তাদের পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।