১০ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হলো শেখ রাসেল ক্রীড়াচক্র

চুয়াডাঙ্গা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। গতকাল বুধবার চুয়াডাঙ্গা নুতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাটিং করে উল্কা ক্রীড়াচক্র ৩৩ রানে অলআউট হয়। জবাবে শেখ রাসেল ক্রীড়াচক্র ২ ওভার ১ বলে কোন উইকেট না হারিয়ে ১০ উইকেটে জয় নিশ্চিত করে প্রথম বিভাগ ক্রিকেট লিগ-২০১৯ চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধূ, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য মেহেরুল্লাহ মিলু, ফজলুল হক মালিক, হাফিজুর রহমান প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ভালো খেলা খেলতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। তা না হলে ভালো ও দেশবরণ্যো খেলোয়াড় হওয়া যাবে না। একজন ভালো খেলোয়াড় তার দেশকে বিশ্ববাসীর নিকট খুব সহজেই চেনাতে পারে। কিন্তু অন্য পেশায় এতো সহজে চেনানো সম্ভব নয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিগণ। খেলায় চ্যাম্পিয়ন দলের কাজী সুমন ৬ উইকেট দখল করে ম্যান অবদি ফাইনাল নির্বাচিত হন এবং একই দলের রনি ২৩৮ রান ও ১৭ উইকেট দখলের সুবাদে ম্যান অবদি সিরিজ নির্বাচিত হন। গতকালের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন আব্দুল মালেক, শামীম হোসেন ও আজিম হায়দার।