মেহেরপরে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি: দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় পার্টি আলোচনাসভা ও কেক কাটা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মোসলেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মামলত আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আহবায়ক আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা সভাপতি কামারুল ইসলাম, জেলা শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আকছারুল ইসলাম, জেলা যুব সম্পাদক এনামুল হক প্রমুখ। পরে জাতীয় পার্টি ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় জেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি দলটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়ার পর দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল।