পৌর পরিষদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতৃবৃন্দ : উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। বিদায়ী কমিটি দায়িত্বভার হস্তান্তর ও নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের মাঝে ফুলেল শুভেচ্ছা নিয়ে প্রেসক্লাবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে পুরো পৌরপরিষদ উপস্থিত হয়ে নতুন কমিটিকে স্বাগত জানান। এ সময় তাৎক্ষণিক সংক্ষিপ্ত আলোচনাসভায় আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথির আসন গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন পৌর পরিষদের সকল কাউন্সিলরা। পৌর মেয়র নবনির্বাচিত কমিটি দুটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়েই শুধু শুভেচ্ছা জানাননি। তিনি মিষ্টিমুখ করান উপস্থিত নেতৃবৃন্দকে। বক্তব্যে তিনি বলেন, ‘উন্নয়ন তরান্বিত করতে হলে দরকার সম্মিলিত প্রচেষ্টা। চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিক ও আঞ্চলিকসহ স্থানীয় পত্রপত্রিকাগুলোর সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলে সেই শুরু থেকেই পৌর পরিষদের সকল প্রকার কর্মকা-ের চিত্র তুলে ধরে পৌরসভার উন্নয়নের ধারাকে গতিশীল করতে সহায়তা করে চলেছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নের গতি আরও বাড়বে বলেই আমাদের বিশ্বাস। পৌরসভার সাথে যেমন রয়েছে প্রেসক্লাব, তেমনই এই ক্লাবের সাথেও রয়েছে পৌরসভা। সাংবাদিকতা মহান পেশা। সংবাদপত্রকে যেমন বলা হয় সমাজের আয়না বা দর্পণ, তেমনই সাংবাদিকরা সমাজের বিবেক। বিবেকবানদের দুটি সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণের শুভক্ষণে পৌর পরিষদকে সাথে নিয়ে উপস্থিত হতে পেরে সত্যিই গর্বিত।’
পৌর মেয়রের সাথে পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনা বেগম, শেফালী বেগম, পৌর কাউন্সিলর রেজাউল করিম খোকন, নাজনীন পারভিন মলি, সিরাজুল ইসলাম মনি, মানোয়ার হোসেন মানু, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বত্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়সভা শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দফতর সম্পাদক রিফাত রহমান দায়িত্বভার হস্তান্তর করলে গ্রহণ করেন নবনির্বাচিত দফতর সম্পাদক আবুল হোসেন। একই সময়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের বিদায়ী সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক শাহ আলম সনি দায়িত্বভার হস্তান্তর করেন। গ্রহণ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। উপস্থিত ছিলেন উভয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যদের মধ্যে অনেকে। দায়িত্বভার গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি আগামীদিনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যক্রমকে সম্মিলিত প্রচেষ্টায় আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি তার বক্তব্যে ক্লাবের সকল সদস্যকে প্রেসক্লাবে নিয়মিত হওয়ার পুনঃপুন অনুরোধ জানিয়ে বলেন, সকলকে পাশে পেলে নতুন কমিটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলেই আমার বিশ্বাস।