চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বই উৎসব উদযাপিত

বছরের প্রথমদিন ক্লাসের নতুন বই পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা
মাথাভাঙ্গা ডেস্ক: নতুন বইয়ের সুঘ্রাণে মেতে উঠেছে সারাদেশ। নতুন বছরের প্রথমদিনেই চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বই উৎসব শুরু হয়েছে। প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসায় বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে। বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেয়ার এই কর্মসূচির নাম দেয়া হয়েছে বই উৎসব দিবস।
বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে খুশি ও উৎফুল¬ শিক্ষার্থীরা। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। খুশির ঝলক তাদের চোখে মুখে। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব এক সময় রূপ নেয় শিশুকিশোর শিক্ষক আর অভিভাবকদের আনন্দমেলায়। বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হবে বলে মনে করছেন তারা। এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি বই এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলার এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এ সময় নতুন বই পেয়ে অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে খুশি শিক্ষকরাও। এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমজাদ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাস, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও বিদ্যালয়ের দাতা সদস্য আছাল উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ। সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র যাইর যুবায়ের সাবিত ও এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম মেঘলা। উল্লেখ্য, এ বছর জেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১৭ লাখ ১১ হাজার ৫০১টি ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৬ লাখ ৬৫ হাজার ৯৯৮টি এবং প্রাক প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানায় শিক্ষা অফিস।
অপরদিকে, মুন্সিগঞ্জের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ডা. মকছেদ আলী মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মরহুম ডা. মকছেদ আলী মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক মো. আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম। অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মাস্টার, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী সিনিয়র শিক্ষক আতিকুর রহমান শাহীন ও কৃষ্ণপুর জামে মসজিদের পেশ ইমাম ইকতিয়ার উদ্দিন। অন্যদিকে স্থানীয় আলোকিত কিন্ডারগার্টেন স্কুলে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন ক্লাসের বই তুলে দেয়া হয়। বিদ্যালয়ের পরিচালক ওহিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, নেহালপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মোবারক হোসেন, দোস্ত বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার নিয়ামত আলী, রফিকুল ইসলাম, সদস্য মিল্টন বিশ^াস, আওয়াল হোসেন, নিয়ামত আলী, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আলী কদর, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, আজিজুল হক, আ.কুদ্দুস, ওয়াজেদ আলী, মাসুদ রানা, শাহানাজ পারভীন, শেফালী পারভীন, সোহানী খাতুন, রাজু আহম্মেদ প্রমুখ। সার্বিক অনুষ্ঠনটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গ সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিতরণ উৎসব পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, পরিচালনা কমিটির সদস্য আশিকুর রহমান, রানা বিশ্বাস, আব্দুল মান্নান, রবিউল ইসলাম, জিল্লুর রহমান, সেলিনা আক্তার প্রমুখ।
এছাড়া ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউপি চেয়াম্যান আবু তাহের বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, পূবালী ব্যাংক সরোজগঞ্জ শাখার ম্যানেজার ফরিদ আহম্মেদ, প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল উদ্দিন মহর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।
বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল মোতালেব। অতিথি ছিলেন কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আলা উদ্দিন প্রমুখ। এছাড়াও মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গাও উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে এরশাদপুর একাডেমিতে বই উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম, আলেয়া ফেরদৌস, আমজাদ হোসেন, লিমা খাতুন, আশিক ইকবাল স্বপন।
আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
এছাড়া হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠা-ুর সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার।
এদিকে হাটবোয়ালিয়া মাধ্যমিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক ইয়াকুব আলী।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সচিব ও সোনালী ব্যাংক লিমিটেডের অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ অফিসার ইন্সপেক্টর সৈয়দ আশিকুর রহমান, বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার ইন্সপেক্টর মোহাম্মদ তহিনুজ্জামান, আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ অফিসার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মহব্বত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির টুলু ও শামীম রেজা।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জামজামি-ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সকল বিদ্যালয় সমূহে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১০টায় প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে বই উৎসব’র শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওরাদ আলী, শিক্ষিকা মুসলিমা খাতুন, রবিউল ইসলাম, স্বপন আলী ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া বেলা ১০টায় ঘোষবিলা দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষাথীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব উদযাপন করা হয়।
দামুড়হুদা ব্যুরো জানিয়েছে, দামুড়হুদায় একযোগে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম জাহিদ হাসান জনি শাহ, প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, ম্যানেজিং কমিটির সদস্য সাম্পান শাহ, জাহাঙ্গীর আলম, মাইনুল ইসলাম, লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেন্টু, প্রধান শিক্ষক জেনিফার ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সভাপতি আমিন উদ্দীন বেল্টু, সদস্য মইদুল হক সেন্টু, জাহিদ হোসেন, জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক শাহাবুদ্দীন শাহিন ও আকতার হোসেন। এছাড়া দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজসহ উপজেলার সকল বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসায় প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা ও সাংবাদিক হানিফ ম-ল। শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান ছোটর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম ও শফিকুল আলম। দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু তালেব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুর নবী সুমন, শামীম লিপ্টন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান, সাংবাদিক হানিফ ম-ল প্রমুখ। এছাড়া দর্শনার সবকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর রংধনু প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদো মধ্যে বই উৎসব পালিত হয়েছে। উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক হাজি শহিদুল ইসলাম। স্কুল কমিটির সভাপতিত আজিজুল হক।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিাথ ছিলেন বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জগন্নাথপুর দাখিল বালিকা মাদরাসার সুপার আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হালিম, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের ও প্রতিষ্ঠানের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, ইসলামি বিএ মাদরাসার অধ্যক্ষ মো. জুলফিক্কার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এও মো. জিন্নাত আলী। এছাড়া এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বই বিতরণ করে। এ সময় সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে জীবননগর উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলাজুড়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলায় বই উৎসবের অঅনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। জীবননগর উপজেলার ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪টি কিন্ডারগার্টেন, ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসায় এ বই উৎসবের আয়োজন করা হয়। জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল ও প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুসা। জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রধান শিক্ষক বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, হাসাদাহ ও রায়পুর ইউনিয়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাতীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। হাসাদাহ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল কামিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসাদাহ মাঝপাড়া মুক্ত ইসলামিক ফাউন্ডেশন, বিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়, ইসলামিয়া দাখিল মাদরাসা, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, নিধিকুন্ডু বাড়ান্দী দাখিল মাদরাসা, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতারণ করা হয়েছে।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশের ন্যায় মেহেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা শুরু হয়েছে। বুধবার সকালে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ সকল বই বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা মোমিনপুর স্কুলমাঠে জেলা প্রশাসক আতাউল গনি বই বিতরণ উদ্বোধন করেন। বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ। এদিকে মেহেরপুর শহরের পৌর এলাকায় বই বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমুন প্রমুখ। এবারে মেহেরপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ৮০ হাজার ৭৩৯ শিক্ষার্থীদের হতে ৪ লাখ ১২ হাজার ৭২৫ বই এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৬২ হাজার ৬৮৩ শিক্ষার্থীদের হাতে ৮ লাখ ৮৮ হাজার ৫৪০টি বই তুলে দেয়া হয়।
আনন্দঘন পরিবেশে সারাদেশের ন্যায় মেহেরপুরের নতুন বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। সরকারকে ধন্যবাদাও জানিয়েছেন তারা। এর ফলে শুরু থেক্রেই পড়লেখায় ব্যস্ত থাকতে পারবে। ফলাফলও ভালো করা যাবে বলে আশাবাদি সকলে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মুজিবনগরে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের হাতে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর ১২টার দিকে মুজিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এএম আবুল ফজল, আলাউদ্দীন, একাডেমি সুপারভাইজার হাসাইন কবির, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন, মুজিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়।