দামুড়হুদায় জেলা পুলিশের আয়োজনে হাম্দ-নাথ ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে হাম্দ-নাথ ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটরিয়াম হলরুমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রায় শতাধিক ছাত্র/ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। ক্বেরাত প্রতিযোগিতায় কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্র আতাউল্লাহ প্রথম, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাহাব আলী দ্বিতীয় এবং দামুড়হুদা দারুস সুণœঅহ মাদরাসার ছাত্র আবু কায়জার তৃতীয়স্থান লাভ করেন।
এ ছাড়া হাম্দ-নাথ প্রতিযোগিতায় দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শিউলী খাতুন প্রথম, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের ছাত্র তালহা জুবায়ের দ্বিতীয় এবং জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসার ছাত্রী রিমি খাতুন তৃতীয়স্থাণ লাভ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. আবু রাসেল। তিনি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ ও ইফার উপজেলা সুপার ভাইজার মারিয়া মাহবুবা। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সনম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শমশের আলী, উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক আসমত আলী বিশ্বাস, আক্কাচ আলী প্রমূখ। অনুষ্ঠানটির মুল দায়িত্বে ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস। সার্বিক তত্তাবধানে ছিলেন ওসি (তদন্ত) কেএম জাহাঙ্গীর কবীর ও সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম।