চুয়াডাঙ্গা জেলা আ.লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী বিদস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী বিদস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামশুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সদস্য অ্যাড. বেলাল হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা পারভীন, নাবিলা ছন্দাসহ অন্যান্য মহিলা নেত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, যুবলীগ নেতা সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, শামীম আহমেদ সুমন, আব্দুর রশিদ, টিপু টাইগার ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি শাহাবুল ইসলাম, বাপ্পী, ফিরোজ, রহমান, রাজু ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির মধ্য আজ বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা। সোয়া ৭টায় শহীদ হাসান চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা এবং সন্ধ্যায় শহীদ হাসান চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগি সংগঠনের পতাকা উত্তোলন। পৌনে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমÍবক অর্পণ। ৭টায় শহীদ হাসান চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হবে।