সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রানা আহম্মেদ নামের এক যুবক কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা এনডিসি সিব্বির আহম্মেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত রানা আহম্মেদ (২০) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ ভেদড়ীপাড়ার আব্দুর রশিদের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো রানা আহম্মেদ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করেন রানা আহম্মেদ। এ সময় সময় স্কুলছাত্রীর ভাই প্রতিবাদ করেন। দুপুরের দিকে ভাইয়ের সাথে ওই স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে বহালগাছি মোড়ের নিকট তাদেরকে গতিরোধ করে মারধর করেন রানা আহম্মেদ। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রানা আহম্মেদকে আটক করে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক সিব্বির আহম্মেদ অভিযুক্ত রানাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। এসময় আদালতকে সহয়োগিতা করেন সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম শহিদ।