চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন অনুষ্ঠানে নঈম জোয়ার্দ্দার

বক্তব্য রাখছেন নঈম জো:

যুবলীগকে সুসংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে
মুন্সীগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, বাংলার ইতিহাসে মীরজাফরের জন্ম হয়েছে জিয়াউর রহমানের জন্ম হয়েছে সেখানে দলের ভিতরে নব্য মিরজাফর থাকবেই। মোমিনপুর ইউনিয়নের কিছু মীরজাফর যুবলীগকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা জানেনা ষড়যন্ত্র করে মোমিনপুর ইউনিয়ন যুবলীগকে ধ্বংস করা যাবেনা হাজারো যুবলীগ নেতা এই ইউনিয়নে প্রস্তুত রয়েছে। বেইমানির শাস্তি এই ইউনিয়ন বাসী তাদের দেবে। এক স্টেশনে রেলের বগি থেকে সমস্ত যাত্রী নেমে গেলেও আবারো যাত্রীতে ভর্তি হয়ে যায় এটা মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের এই যুবলীগ সুসংঘটিত এবং শক্তিশালী। যুবলীগ আরো শক্তিশালী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দেশের নেতৃত্ব দেবে একদিন। সবাইকে একসাথে একযোগে দেশের জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগেকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়া তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে নীলমনিগঞ্জ শহীদ রবিউল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাফলুকাতুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়াদ্দার। জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, যুবলীগ নেতা খালিদ, মাসুম, সৈকত, বিপুল, দিপু, ওবায়দুল, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ স্থানীয় যুবলীগের নেতা কর্মী বৃন্দ। অনুষ্ঠান শেষে এরশাদ আলীকে সভাপতি, ইসলাম উদ্দিন আকাশকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু।