আলমডাঙ্গায় পানিতে ভিজিয়ে মাংস বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাংস বাজারে মাংস পানিতে ভিজিয়ে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ী ইবাদত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভুড়ি ও মাথার মাংসের মধ্যে পানি দিয়ে ওজন বেশি করার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার মাংস বাজারে গরু এবং ছাগলের ভুড়ি ও মাথার মাংসে পানি মিশিয়ে বিক্রি হচ্ছে অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন অভিযান পরিচালনা করেন। এ সময় এরশাদপুর গ্রামের মৃত ইজাব আলীর ছেলে মাংস ব্যবসায়ী ইবাদত আলীর মাংসের দোকানে গিয়ে মাথার মাংস ও ভুড়িতে পানি মিশিয়ে ওজনে বেশি করে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইবাদত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এসআই মহব্বত আলীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।