মেহেরপুর যাদবপুরে অগ্নিকান্ডে ২০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই

মেহেরপুর অফিস: মেহেরপুর যাদবপুর গ্রামে অগ্নিকান্ডে ২০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে যাদবপুর গ্রামের ইউসুফ আলীর বাড়িতে। এ দিন দুপুরের রান্না শেষে বিকেলের দিকে হঠাৎ রান্না ঘরের পাশ থেকে আগুন ধরে যায়। দ্রুত খবর দেয়া হয় মেহেরপুর ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এর আগেই প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।