মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর হাজি গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির কৃতি শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফুন্নেসা সেলিমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ শামসুজ্জামান শামীম। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।