মুজিবনগরের উন্নয়ন চাইলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল করা নয়

আমঝুপি ও মানিকনগর মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

মেহেরপুর অফিস/মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদরাসা ও মুজিবনগর উপজেলার মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার ৪তলা একাডেমিক ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল শনিবার সকালে আমঝুপি আলিম মাদরাসার ও বিকেলে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার ওই দুটি একাডেমিক ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমে¥দ চুন্নুর সভাপতিত্বে আমঝুপি আলিম মাদরাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের কাজ করে যাচ্ছে। গ্রামগঞ্জে স্কুল-কলেজের উন্নয়নে দৃষ্টিনন্দন বহুতল বিল্ডিং হচ্ছে। বছরের প্রথমে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। বিনা বেতনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। তিনি এলাকার উন্নয়নে আরও বলেন, আমঝুপিতে মিনি স্টেডিয়াম করা হবে। নীলকুঠিতে করা হবে আধুনিক শিশুপার্ক। নীলকুঠি সংলগ্ন কাজলা নদী খননসহ সেখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। শিগগিরই আমঝুপির রাস্তাসমূহ সংস্কার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামালসহ আমঝুপি আলিম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এদিন বিকেলে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উন্নত সম্মৃদ্ধ মেহেরপুরের মুজিবনগরকে টুঙ্গীপাড়া গড়তে চাইলেন। মুজিবনগরের উন্নয়নের কথা ভেবে এখানে আওয়ামী লীগ বাদে অন্য কোনো দল করা ঠিক নয়। সকলকে আওয়ামী লীগের পতাকা তলে আসার আহ্বান জানান তিনি। বিএনপি-জামায়াত জোটের শাসন আমলের উদাহরণ টেনে তিনি বলেন- ১৩/১৪ বছর আগে বিএনপি, জামায়াত সরকার ক্ষমতায় ছিলো। তখন গ্রাম অন্ধকার ছিলো, চুরি-ডাকাতি ছিলো, রাত জেগে গ্রাম পাহারা দিতে হতো। এখন আর রাত জেগে কোনো পুরুষকে পাহারা দিতে হয় না। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এলাকার চলমান উন্নয়ন ও ভবিষ্যত উন্নয়নের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, অধ্যক্ষ আসাদুল্লাহ আল গালিব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, কদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোায়ার হোসেন। এ বিল্ডিং ২টি নির্মাণ বাস্তবায়ন করছেন সরকারের মাদরাসা শিক্ষা অধিদফতর ও শিক্ষা প্রকৌশল অধিদফতর।
এদিকে একই দিন বিকেল ৫টার দিকে সেভ দি চিলড্রেনের উদ্যোগে মুজিবনগর সরকারি শিশু পরিবারের ৯০ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।