বরখাস্তকৃত পুলিশ কনস্টেবলসহ ৩ জন গ্রেফতার : মাদকদ্রব্য উদ্ধার

দামুড়হুদায় পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় মাদকবিরোধী পৃখক অভিযান চালিয়ে বরখাস্তকৃত পুলিশের এক কনস্টেবলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাঁজা ও ফেনসিডিল। ফেনসিডিলসহ আটক বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল কবিরুল ইসলাম (৩৫) পার্শবর্তী মেহেরপুর জেলা সদরের বন্দরগ্রামের মৃত মিনারুল ইসলামের ছেলে। এছাড়া গাঁজাসহ আটক দুজনের মধ্যে মামুন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে এবং জামাল শেখ একই উপজেলার কুতুবপুর গ্রামের ওয়াজ আলী শেখের ছেলে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা ও বিকেল সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী মুন্সিপুর ও জাহাজপোতা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
থানাসূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী জাহাজপোতা এলাকায় অভিযান চালিয়ে মামুন ও জামাল শেখকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইজিবাইক চালক কবিরুলের দেহতল্লাশি করে অভিনব কায়দায় কোমরে বেঁধে রাখা অবস্থায় ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কবিরুলকে ২০১৮ সালে পুলিশ থেকে বরখাস্ত করা হয়েছে। সে এখন আর পুলিশের কেউ না। এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।