দর্শনা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
দর্শনা অফিস: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দর্শনা পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এ সম্মেলনে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান সভাপতি ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ১০টায় দর্শনা অডিটোরিয়ম চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ.লীগের সহসভাপতি, চুয়াডাঙ্গা-২ আসেনর এমপি হাজি আলী আজগার টগর। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আলী আজগার টগর বলেন, আ.লীগ যা বলে তা করে এবং তা দেখিয়ে দিয়েছে দেশের উন্নয়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে। অন্যায় অবিচার অরাজকতা সবকিছুকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^নেত্রী হিসেবে উপাধি পেয়েছে। একটি কথা মনে রাখতে হবে বঙ্গবন্ধুর লড়াকু সৈনিকেরা কখনও অন্যায়ের কাছে মাথানতো করে না। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারই যোগ্য উত্তরসূরি বিশ^নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি নিরন্তর। উন্নয়নের এ ধারাকে ধরে রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে নিষ্ঠা ও সততার সাথে। ব্যক্তি স্বার্থ জলানজলি দিয়ে দেশ ও জাতির স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে হবে। গড়তে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। পূরণ করতে হবে এদেশের মানুষের আশা আকাক্সক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সম্মেলনের শুরুতেই জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ এবং সুখের পায়রা উড়িয়ে অনুষ্ঠনের সূচনা করা হয়। পবিত্র কোরআন তেলওয়াত, বাইবেল ও বেদ পাঠের মধ্যদিয়ে আলোচনাপর্ব শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য ও শোক প্রস্তাব পাঠ করেন পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা আ.লীগের সহসভাপতি রহমতুল্লাহ, জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু বিশ^াস, প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, ধর্মবিষয়ক সম্পাদক হাজি জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, পিপি বেলাল হোসেন, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, মমিনুল ইসলাম, মুকুল মিয়াজি, জয়নাল আবেদীন নফর, ইউসুপ কবির, সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, দামুড়–হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, সহসভাপতি সোলাইন কবির, যুবলীগ নেতা আব্দুস ছালাম ভুট্ট, মামুন শাহ, ফয়সাল আহম্মেদ, মনির সর্দার, দামুড়হুদা উপজেরা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, লোমান, প্রভাত, অপু সরকার প্রমুখ। প্রথম অধিবেশনের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানকে সভাপতি ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুকে সাধারণ সম্পাদ হিসেবে ঘোষণা করা হয়।