কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ী গ্রাম থেকে একজন অসহায় ও দুস্থ লোকের গরু চুরি হয়েছে। জানাগেছে, গত শুক্রবার দিনগত গভীর রাতে খলিশাগাড়ী গ্রামের বদরউদ্দিনের ছেলে রমজান আলীর একটি গরু বাড়ি থেকে চুরি হয়ে গেছে। শেষ সম্বল গরুটি চুরি হয়ে যাওয়াতে রমজান আলী দিশেহারা হয়ে পড়েছেন । এ বিষয়ে ইউপি সদস্য ও আ.লীগ নেতা আব্দুল কুদ্দুস জানান, রমজানের নিজ থাকার জমি নেই। তিনি খাস জমিতে বসবাস করে আসছেন। তার পিতা ভিক্ষা করে বেড়াই। গরুটি তিনি পোষানি নিয়েছে। শেষ সম্বল গরুটি চুরি হয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। গরুটির মূল্য ৭০ হাজার টাকা হবে বলে জানাগেছে।