ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের খলিশাগাড়ী গ্রামের রমজান আলী নামে এক কৃষকের একটি হালের গরু চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে চোরদল এ চুরির ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক জানান, অন্যান্য রাতের মতো আমি ঘুমিয়ে ছিলাম। রাতে গোয়াল ঘরে গরুর খোঁজ নিতে গেলে দেখি গরু নেই। একটি গরু চোরদল সুযোগ বুঝে চুরি করে নিয়ে গেছে। গরুটির আনুমানিক দাম প্রায় ৭০ হাজার টাকা হবে বলে তিনি জানান। এ বিষয়ে স্থানীয় নাটুদা পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহিদ হাসান জানান, কৃষকের গরু চুরির ঘটনাটি লোকমুখে শুনে সেখানে গিয়েছিলাম। চোরচক্র আটক ও চুরি হয়ে যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।