স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রথম বিভাগ ক্রিকেট লিগ -২০১৯ এর গতকালের খেলায় শেখ রাসেল ক্রীড়াচক্র ১১০ রানে মুন্সীগঞ্জ সংহতি সংঘকে পরাজিত করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিং করে শেখ রাসেল ক্রীড়াচক্র প্রথমে ২২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে বামহাতি ডেশিং হিরো অর্পন ৩ উইকেট দখল করার পাশাপাশি মারমুখী ভুমিকায় অবতীর্ন হয়ে মূল্যবান ২৮ রান করেন। জবাবে মুন্সীগঞ্জ সংহতি সংঘ ১১৬ রানে অলআউট হয়। ফলে শেখ রাসেল ক্রীড়াচক্র ১১০ রানে বড় জয় পায়। ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অর্পণ। গতকালের ম্যাচটি পরিচালনা করেন আব্দুল মালেক, শামিম হোসেন ও ইমরান আলী।