পাঁচমাইল প্রতিনিধি: চুুয়াডাঙ্গার সরোজগঞ্জে গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়েছে। গত শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছয়মাইল মিলপাড়া গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে রফিকুল ইসলাম ও মিনারুলের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে মিনারুল জানান, আমি ১৫ দিন হলো গ্রামের লিটনের কাছ থেকে ৪০ হাজার টাকা দামে একটি বকনা গরু পুষানি নিয়েছিলাম। গরুটি গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। রফিকুল ইসলাম জানান, আমি অতি অসহায় কৃষক অনেক কষ্ট করে একটি এড়ে বাছুর গরু কিনেছিলাম। কিন্তু সুযোগ পেয়ে গভীর রাতে চোরেরা গরুটি চুরি করে নিয়ে যায়। আমার গরুটির বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এদিকে একই গ্রামের ফারুকের গোয়াল ঘরের তালা ভেঙে অন্য একটি গরু চুরি করতে যায়। এসময় বাড়ি লোকজন টের পেলে চোর দ্রুত সটকে পড়ে বলে জানা গেছে।