আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাবুপাড়া একাদশ জয়ী

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল হাজারও দর্শকের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের এটিম মাঠে অনুষ্ঠিত খেলায় আলমডাঙ্গার বাবুপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে হারদী উইথ ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করে। বিজয়সূচক গোলটি করেন বাবুপাড়া একাদশের ১০নং খেলোয়ার জিনারুল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি এমপি কাপ টুর্নামেন্টের আহ্বায়ক অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহাসান উল্লাহ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, বনিক সমিতির সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম, জেলা ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হামিদুর রহমান সন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, উৎপল, ইছানুর, সাকিব, রকি, সজিব, বিসিবির লজিষ্টিক বিভাগের আব্দুর রাজ্জাক রাজু, আলমডাঙ্গার সাবেক কৃতি ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, সাবেক উপজেলা ক্রীড়া সম্পাদক শেখ আব্দুর জব্বার, হাসান রেজা মুন্না, মীর আনাদুজ্জামান উজ্জ্বল, তৌহিদুর রহমান, মনির হোসেন, মোল্লা ফারুক ইলাহী প্রভাষক মিজানুর রহমান মিজা খেলোয়াড়বৃন্দ। খেলা পরিচালনা করেন সোহাগ, তবিবুর, ফিরোজ ও মহাসিন কামাল। খেলায় ম-ল স্পোর্টসের সৌজন্যে ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রদান করেন বাবুপাড়া একাদশের ১০নং খেলোয়াড় জিনারুলকে। খেলার ধারাবিবরণী প্রদান করেন হাফিজুর রহমান জীবন। এমপি ছেলুন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাব ও বাবুপাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।