আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্ম সংলগ্ন মউক হেলথ কেয়ার সেন্টারে চুরি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে সেন্টারের পেছনের জানালা ভেঙে প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
জানা যায়, এলাকার একটি সংঘবদ্ধ চোরের দল সেন্টারের জানালার গ্রীল ভেঙে ১টি রঙিন টেলিভিশন, ১টি কম্পিউটার, ৫টি সিলিং ফ্যানসহ চিকিৎসার উপকরণ চুরি করে নিয়ে যায়। ২ মাস আগেও ঐ সেন্টার থেকে মূল্যবান চিকিৎসা সামগ্রী চুরি হয়ে গিয়েছিলো।