বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদরের যুগিন্দা গ্রামের বেলে মাঠে শত্রুতামূলক কৃষকের ফলজ বাগানের গাছ কেটেছে দুবৃর্ত্তরা। রাজনগর গ্রামের মৃত ছলেমান শেখের ছেলে শরিফুল ইসলাম যুগিন্দা গ্রামের বেলে মাঠে গত চার মাস আগে ৭ বিঘা জমি লিজ নিয়ে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে একটি ফলজ বাগান তৈরি করেন। বাগানে উন্নতমানের বিভিন্ন জাতের ৮শ আম, ২ হাজার ২শটি পেয়ারা, ৬শ লেবু, পঁচিশটি কমলা লেবুর চারাসহ স্কোয়াস’র আবাদ শুরু করেন। গত মঙ্গলবার দিনগত রাতে কে বা কারা শত্রুতামূলক বাগানের প্রায় ৭০টি চারা আম গাছের মাথা কেটে ও উপড়িয়ে নষ্ট করে ফেলে রেখে যায়। এ ব্যাপারে প্রতিকার পেতে শরিফুল ইসলাম মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সদর থানার উপপরিদর্শক নাসির উদ্দীন সরেজমিনে পরিদর্শন শেষে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে আসি, এই ফলজ গাছ যারা কেটেছে তারা দেশের শত্রু জাতির শত্রু, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরিফুল ইসলাম জানান, ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফিরে ফলজ বাগান করার স্বপ্ন দেখি। সেই লক্ষে আমি যুগিন্দার মাঠে সাত বিঘা জমি লিজ নিয়ে একটি মিশ্র ফলজ বাগান করি। যেখানে আম, পেয়ারা, লেবু, কমলা লেবুসহ শীতকালীন সবজি স্কোয়াস’র গাছ আছে। কিন্তু আমার এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে কে বা কারা রাতের আঁধারে আমার প্রায় ৭০টি চারা আম গাছ কেটে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। পরবর্তীতে এই ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।