স্পোর্টস রিপোর্টার: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে আগের অবস্থানেই রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সেরা দশেও আসেনি কোনো পরিবর্তন। সর্বোচ্চ ১৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুদের বেলজিয়াম। ১৭৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ১৭১২ রেটিং নিয়ে তিনে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। শীর্ষ পাঁচের বাকি দুই দল ইংল্যান্ড ও উরুগুয়ে। বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে ১৮৪ থেকে ১৮৭ নম্বরে নেমে গেছে। ১০৬ থেকে দুই ধাপ পিছিয়ে ১০৮ এ চলে গেছে ভারতও।