আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুরে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদে ১২৫ পিস কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন পাঁচকমলাপুর আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার রশিদুল ইসলাম, ইউপি সচিব মুছাব আলী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসাহিক বাবুল আক্তার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদুর রহমান জোরদার জাহাঙ্গীর, ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, রাজিবুল ইসলাম, রাখিন, দবির উদ্দিন, সাইদুর রহমান পটু, নুর ইসলাম কালু, পিন্টু মিয়া, আজিজুল মালিতা, মহিবুল হক, আশরাফ আলী, আব্দুল মাবুদ, সাইফুদ্দিন জোরদার, আকুল হোসেন, আব্দুল আজিজ, লুৎফর ম-ল, সুন্নত ম-ল, সবুজ হোসেন, ইউপি সদস্য, আবুল হোসেন, ফকির চাঁদ, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক, কাওরান বাশার কারু, আব্দুল্লাহ মালিতা, আসাদুল হক ফকির, আব্দুল হালিম পুটকা, শিপন আলী, মুসলিমা খাতুন, নার্গিস পারভীন, রেখা পারভীন প্রমুখ।