হারদী ইয়থ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী হারদী ইয়থ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এমএস জোহা কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় আলমডাঙ্গা উপজেলা যুবলীগ একাদশ ও মিরপুর একাদশ। খেলা ৯০ মিনিটে ১-১ গোলে সমতা ফিরে আসলে ট্রাইবেকারে আলমডাঙ্গা উপজেলা যুবলীগ একাদশ জয়ী হয়। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন আলমডাঙ্গা উপজেলা যুবলীগ একাদশের মমিন। খেলায় প্রধান অতিথি ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল ইসলাম খাম স্বপন ও সুফি মেম্বার। খেলাটি পরিচালনা করেন টিম ম্যানেজার শেখ নিপ্পন, রুবেল, তৌফিক, লিখন, পাপ্পু, ইমন, বাপ্পি, রাব্বি, জনি, রাফিক, তাসরিফ, রিমন প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের হাতে ছাগল ও রানার্স আপ টিমের হাতে ভেড়া সমমূল্যের প্রাইজ মানি তুলে দেয়া হয়।