স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য বাংলাদেশ বেতারের সংবাদদাতা সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক গুরুতর অসুস্থ। গতকাল বুধবার সকালে তিনি শহরের মাঝেরপাড়ায় বাসভবনে অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞত পরিতোষ কুমার ঘোষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে তার অসুস্থতার খবর পেয়ে সহকর্মী আইনজীবী ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা সদর হাসপাতালে দেখতে যান। সিনিয়র এই আইনজীবীর সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।