বিশ্ব গণমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়

স্টাফ রিপোর্টার: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলার রায় বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে। এর আগে গতকাল বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এই রায়ে সাত জঙ্গিকে মৃত্যুদ- ও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পরপরই বিশ্বের প্রথমসারির গণমাধ্যমে এ সংবাদ বেশ গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইন তাদের প্রথম পাতায় এই রায়ের সংবাদ প্রকাশ করেছে। এর শিরোনামে লেখা হয়েছে, ‘হলি আর্টিজান ক্যাফে: বাংলাদেশে ২০১৬ সালের হামলায় ইসলামপন্থীদের মৃত্যুদ-।’ রয়টার্স লিখেছে, ‘বাংলাদেশে ২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনের মৃত্যুদ- ঘোষণা’। তাছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা, সাত জনকে মৃত্যুদ- দিয়েছে ঢাকার আদালত।’ সিএনএন বলেছে, ‘বাংলাদেশের মারাত্মক সন্ত্রাসী হামলার অপরাধে ৭ জনের মৃত্যুদ-।’ সিনহুয়া শিরোনাম করেছে, ‘বাংলাদেশে ক্যাফে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত জঙ্গির মৃত্যুদ-, ১ জন খালাস।’
উল্লেখ্য, ২০১৬ সালের পয়লা জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে পুলিশের দুই সদস্য নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ। হামলার ৩ বছর পর ৭ জনকে মৃত্যুদ- দিয়ে রায় প্রকাশ করলো আদালত। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। এই মামলা থেকে খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।