সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বিআরএম হাসপাতালের উদ্যোগে চিকিৎসক ও ওষুধ কোম্পনির প্রতিনিধির মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় চিকিৎসক একাদশ ৫-০ গোলে ওষুধ কোম্পনি প্রতিনিধি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চিকিৎসক একাদশের ডাক্তার কামাল হোসেন ২ গোল, ডা. রবিউল ২ গোল ও ডা. মেহেদী ১ গোল করেন। এসময় উপস্থিত ছিলেন বিআরএম হাসপাতালের পরিচালক হুমায়ন কবির, চিকিসৎক একাদশের কোচার ডা. আব্দুল্লাহ ঠা-ু, ডা. আলমগীর কবির, তৈয়ব আলী, মতিয়ার রহমান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান, মারুফ হোসেন, রাজিব আহম্মেদ, রেজাউল করিম, জামাল উদ্দিন, আসাদুজ্জামান, ডা. সাব্বির, ডা. ইউনুচ আলী, ডা. জনি, ডা. আসাদুল, ডা. সেলিম, আনিচুর রহমান, আজাহার হোসেন, মাহাবুব, ডা. আবুল হাসান প্রমুখ।