স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেগনগরের আলী আহম্মদকে মাদকসহ আটকের পর ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদ-াদেশ প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসূত্রে জানা গেছে, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের দক্ষিণপাড়ার সুন্নত আলীর ছেলে আলী আহম্মদ (৫০) নিজবাড়িতে বসে গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১টার দিকে বেগনগরে অভিযান চালিয়ে আলী আহম্মদকে আটক করেন। একইসাথে উদ্ধার করা হয় ৩০০ গ্রাম গাঁজা। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলী আহম্মদকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গতকালই তাকে কারাগারে পাঠানো হয়েছে।