চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার ট্রাক্টর চাপায় এক শিশু নিহত

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পশ্চিম বাড়ান্দীতে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু জুনায়েদ (৫) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পশ্চিম বাড়ান্দীর বিল্লাল হোসেনের ছেলে। উত্তেজিত জনতা এসময় ঘটনাস্থলে থাকা খান ব্রিক্সের দুটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়ার পূর্বেই ট্রাক্টর দুটি পুড়ে ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, উপজেলার আন্দুলবাড়িয়ার খান ব্রিক্সের দুটি ট্রাক্টর রায়পুর ইউনিয়নের পশ্চিম বাড়ান্দীর মাঠ থেকে মাটি পরিবহন করছে। ইটভাটার এসব ট্রাক্টরগুলো গ্রামের ভেতর দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করে থাকে। গ্রামবাসী একাধিকবার ট্রাক্টর চালকদের এভাবে বেপরোয়া গতিতে ট্রাক্টর চালাতে নিষেধ করে। কিন্তু তারপরও ট্রাক্টর চালকেরা ছিলো বেপরোয়া। ফলে গ্রামবাসীদের ক্ষোভ ছিলো ট্রাক্টর চালকদের ওপর। গতকাল বৃহস্পতিকার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে মাটি ভরার জন্য ব্যাক করতে থাকে। এসময় পেছনে দাঁড়িয়ে থাকা শিশু জুনায়েদ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। উত্তেজিত জনতা এসময় খান ব্রিক্সের দুটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এএসপি (সার্কেল) আবু রাসেল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ও রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ঘটনাস্থলে যান এবং উত্তেজিত জনতাকে শান্ত করেন। ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু জুনায়েদের পরিবারের সম্মতিকে ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

 

জহির