মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন শেষ হয়েছে। এতে প্রতিদ্বন্দী ১৩টি পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সহসভাপতি পদে জিয়াউদ্দিন বিশ্বাস ও আতর আলী, কোষাধ্যক্ষ পদে সৈয়দ এহসানুল কবির আরিফ, সদস্য পদে আনোয়ারুল হক শাহী, শাহিনুর রহমান রিটন, সোহেল রানা সবুজ, শহিদুল ইসলাম, অ্যাড. কাজি শহীদুল হক, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক, আনারুল ইসলাম ও লতিফুন নেছা। মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে নির্বাচন কমিশনার নূরুল আহমেদ আরও জানান, নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন।