মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালিত

মেহেরপুর অফিস: ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তান করুন’ এ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ ও আলোচনাসভা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে পুলিশ সুপার কার্যালয়ে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক হাসিবুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু প্রমুখ। এছাড়া র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, ডিআইও-ওয়ান ফারুক হোসেন, ট্রাফিক পুলিশের টিআই-১ ইসমাইল হোসেন, টিআই-২ গোলাম মুজতবা, সার্জেন্ট নাজমুল হাসান, মুজাফ্ফর হোসেন, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, আব্দুল আউয়ালসহ জেলা পুলিশের কর্মকর্তা, পুলিশ সদস্য, মোটর শ্রমিক নেতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a comment