চুয়াডাঙ্গায় দুই কলেজ ছাত্রের মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে কলেজ রোডে দুই কলেজ ছাত্রের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে দুই ছিনতাইকারী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জেলা প্রাণিসম্পদ অফিসের সামনের রাস্তায় দু’কলেজ ছাত্রের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। ছিনতাইয়ের শিকার দুজন হলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেনির ছাত্র ইমরান হোসেন ও দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশিক জামান।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরে প্রাইভেট পড়তে আসেন আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র ইমরান হোসেন (১৬) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আশিক জামান (১৮)। পড়া শেষে বাড়ি যাওয়ার পথে চুয়াডাঙ্গা কলেজ রোডের জেলা প্রাণিসম্পদ অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে তথ্য আদান প্রদান করছিলেন ইমরান ও আশিক। এসময় মোটরসাইকেল যোগে দুজন এসে তাদের হাতে থাকা স্মার্ট মোবাইল দুটি কেড়ে নেন। পরে মোটরসাইকেল জোড়ে চালিয়ে ঈদগাহ রোড হয়ে সটকে পরেন দুই ছিনতাইকারী। ছিনতাইকারীদের পিছু নিয়েও শেষ পর্যন্ত তাদের খুজে পায়নি অসহায় দুই কলেজছাত্র।
উল্লেখ্য, গত মাসের ১৯ তারিখে শ্রীমন্ত টাউন হলের পাশের গলিতে পিন্টু নামের এক কলেজ ছাত্রের স্মার্ট সেনফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।