চুয়াডাঙ্গা সদর থানার চারটি ইউনিয়নকে সদ্য ঘোষিত দর্শনা থানায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর, তিতুদহ এবং নবগঠিত নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়নকে সদ্য ঘোষিত দর্শনা থানায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আশরাফুল হক, আব্দুর রহিমসহ অন্যরা।

মানববন্ধনে অবিলম্বে ওই ইউনিয়নগুলোকে সদ্য ঘোষিত দর্শনা থানা থেকে বাদ দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় রাখার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।