চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাসিকসভায় এক ইউপি চেয়ারম্যান সচিবকে পুরুস্কৃত

স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান গৃহহীনের গৃহ দান এই প্রতিপাদ্য সামনে রেখে দুর্যোগ সহনীয় বাসগৃহ সিডিউল ও ইনোভিশন মুলুক ভাবে নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করে পুরস্কার প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন পক্ষে এ পুরস্কার দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিকসভায় নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবকে প্রথম ও দ্বিতীয় ঘোষণা করে। পরে ওই সভাতে পুরষ্কার প্রদান করা হয়। বেগমপুর ইউনিয়ন বিশেষ অবদান রাখায় চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারকে স্বর্ণ পদক এবং আসাবুল হক মাসুদকে সম্মাননা স্মারক ও তিতুদহ ইউনিয়ন বিশেষ অবদান রাখায় চেয়ারম্যান আকতার হোসেনকে রৌপ্য পদক ও সচিব জিয়াউর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, সদর উপজেলার সকল দফতরের কর্মকর্তাবৃন্দ ও সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারন্যানবৃন্দ প্রমুখ। এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বলেন, সারাদেশেই মাননীয় প্রধানমন্ত্রী এ গৃহ নির্মাণ করছেন। এরই অংশ হিসাবে চুয়াডাঙ্গা সদর উপজেলাতেও নির্মাণ করা হয়েছে। বিশেষ অবদান রাখায় বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের চেয়ারম্যান এবং সচিবদের পুরস্কার প্রদান করার কারণ হচ্ছে তাদের দেখে অন্যরা যেন উৎসাহ পায়।