চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত

কোনোভাবেই যেন পুলিশ দ্বারা কেউ হয়রানি না হয় : এসপি জাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে এ মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবি) উর্মি দেব। এ সময় পুলিশ সুপার জেলায় কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে। টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে জেলার মাদক শূন্যের কোটায় আনতে হবে। মাদকশূন্য চুয়াডাঙ্গা ঘোষণা করার জন্য বদ্ধ পরিকর হতে হবে। মামলা তদন্ত এবং বিচারকালে মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই যেন পুলিশ কর্তৃক কোনো জনগণ হয়রানির শিকার না হয়। এছাড়াও তিনি থানার ওসিদের উদ্দেশ্যে বলেন, থানায় আগত প্রত্যেক সেবা গ্রহিতার কথা অত্যন্ত মনযোগ সহকারে শুনতে হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। থানায় আগত কোনো সেবা গ্রহিতা যেন মুখ বেজার বা মন খারাপ করে না যায়। সকলকে হাসিমুখে বিদায় দিতে হবে।
পরে জেলার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কাজের মান ও পরিমাণ বিবেচনায় পুরস্কৃত করা হয়। এবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার পেয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান। এছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন, জীবননগর থানার এসআই সিরাজুল ইসলাম, সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম বিপিএম, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক, সদর ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মুসাব্বির, দামুড়হুদা মডেল থানার এএসআই মহিউদ্দিন ও বেগমপুর ক্যাম্পের এএসআই আশরাফুজ্জামান।