গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর মেধাবী শিক্ষার্থী শোভা নাজনীন হত্যার প্রতিবাদে ও হত্যাকারী তার স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজসহ শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিমের বড় মেয়ে শোভা নাজনীনকে সম্প্রতি গাজীপুরের ভাড়া বাসায় তার স্বামী শ্বাসরোধে হত্যা করে। পুলিশ অবশ্য ঘাতক স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, শোভা নাজনীনের পিতা আব্দুল হালিম।