আলমডাঙ্গা ব্যুরো: সৈয়দ আশিকুর রহমান আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিদায়ী অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সির নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ইতোপূর্বে বাগেরহাট জেলায় পুলিশের অপরাধ শাখায় কর্মরত ছিলেন। আলমডাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আরওআই হিসেবে যোগদান করলেন। নবাগত থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান দায়িত্বভার গ্রহণকালে শতভাগ নিরপেক্ষভাবে থানা প্রশাসন পরিচালনার প্রতিশ্রুতি দেন। এছাড়া আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখা, বাল্যবিয়ে বন্ধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার করেন। এসময় তিনি বলেন, আলমডাঙ্গাবাসীর জীবন মানোন্নয়নে ও জীবনের নিরাপত্তায় যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ তিনি তা করবেন। বিদায়ী অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি আলমডাঙ্গাকে মাদকমুক্তকরণে ও আইনশৃঙ্খলা উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তার সেই ইতিবাচক কাজগুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
দায়িত্বভার গ্রহণকালে নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ও প্রাক্তন অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি পরস্পর পরস্পরকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী শামিমুর রহমান, এসআই আশিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এসআই আতিকুর রহমান জুয়েল, এসআই আব্দুর রহিম, এসআই গোলাম মোস্তফা, এসআই হেলেনা, এএসআই তৌহিদুর রহমান শেখ, এএসআই কামরুল, এএসআই শহিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই নাজমুল, এএসআই শহিদুল ইসলাম লস্কর, এএসআই ইউসুফ প্রমুখ।