জেলাবাসীকে এখন থেকে স্বল্পমূল্যে সেবা নেয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রবীণ হিতৈষী চুয়াডাঙ্গা জেলা শাখা পরিদর্শন করেছেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের চক্ষু হাসপাতালের পশ্চিমে গুলশানপাড়াস্থ প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সংগঠনের সভাপতি ইদ্রিস হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ফুলেল শুভেচ্ছা জানান কোষাধ্যক্ষ একিউ এম আলফাজ উদ্দীন। দিলীপ কুমার আগরওয়ালা ঘুরে ঘুরে প্রবীণ হিতৈষী কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এখানকার পরিচ্ছন্ন পরিবেশে প্রবীণ হাসপাতালের ডা. মার্টিন হীরক চৌধুরীর পরিচালনায় অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ব্যবস্থাপত্র, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেমন, ইসিজি, ব্লাড গ্রুপিং, ব্লাড পেসার, সুগার টেস্ট ও স্যালাইন দেয়া। দরিদ্র প্রবীণদের চোখের সানি অপারেশন বাবদ আর্থিক সহায়তা ও স্বল্পমূল্যে ফিজিওথেরাপি দেয়া হয়। প্রবীণ নিবাসে স্বল্পমূল্যে খাবার ব্যবস্থা, অনুদান পাওয়া সাপেক্ষে মাঝে মাঝে দরিদ্র প্রবীণদের ফ্রি খাবার ব্যবস্থা ও পড়ার জন্য লাইব্রেরী দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি প্রবীণদের সাথে মতবিনিময়কালে জানতে পারেন সংগঠনের মূল উদ্দেশ্য চুয়াডাঙ্গা শহরে প্রবীণদের কল্যাণের জন্য অফিস ও হাসপাতালসহ একটি প্রবীণ নিবাস প্রতিষ্ঠা করা। এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সম্পূর্ণ অলাভজনক সেচ্ছাসেবী সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের সার্বিক কার্যক্রম পরিদর্শন অন্তে চলমান কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তিনি প্রতি মাসে মাসিক ২০ হাজার টাকার অনুদান প্রদান এবং মা’র নামে গোকুলখালীতে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নামে ৪৬ শতক জমি দান করার প্রতিশ্রুতি দেন। তাৎক্ষণিকভাবে তিনিসহ ৩জন দাতা সদস্য সংগ্রহেরও ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। চুয়াডাঙ্গা জেলাবাসীকে এখান থেকে স্বল্পমূল্যে সেবা নেয়ার আহ্বান জানান দিলীপ কুমার আগরওয়ালা। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্মসাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্যদের মধ্যে একেএম আলী আখতার, মো. আবুবকর, অ্যাড. কামরুল আরেফিন, মো. হারুন-অর রশিদ, আবু সাইদ হেলাল নূর, তকব্বর হোসেন, আলাউদ্দিন, আজীবন সদস্যদের মধ্যে (অব.) অধ্যক্ষ রওশন আলী ও দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহ জামাল মিয়া প্রমুখ। সিআইপি দিলীপ কুমার আগারওয়ালার সাথে উপস্থিত ছিলেন গোকুলখালী কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান।